বহতা নদীর বুকে রোধির ফল্গুধারা
চারিধারে বর্ষিতেছে আতঙ্কের বারিধারা,
আকাশে শুধুই কালো মেঘের ঘনঘটা
বাতাসে বারুদের গন্ধ, অন্ধ বেয়নেট ।


বিন্যস্ত শৈলীর বিধ্বস্ত ধংসস্তুপ
লাশেদের লম্বা মিছিল যেন পুষ্পবিতান,
স্বাধীনতা, অধিকার বিস্মৃত বিদ্রুপ
বেঁচে থাকার লড়াই কঠিন পর্বত প্রমান ।


হিমালয়ের ওপার থেকে আর্তনাদ ভাসে
করুণাধারা বড় হিসেবি,
আতঙ্কের নাম যখন "করোনা"
সচেতন জনগন, বাতায়নে ভৈরবী ।


দ্রোহের আগুনে আতঙ্ক পিছু ধায়
অস্তিত্বের শিকড় খোঁজা বড় দায়,
ডিটেনশান ক্যাম্প বড় তুচ্ছ তখন
যখন রহস্যময় গোটা পৃথিবীটাই ।