আমার জড়বুদ্ধি ভরা মস্তিস্কে
        নিবির ভাবে গেঁথে আছে
        অবিশ্রান্ত বৃষ্টির মত কাজ ;
আগমনী বসন্তের হাওয়া
        পাশের বাড়ির বেলকনিতে দোল খায়
ঝোপের ভেতর থেকে আসা কুহু কুহু
        ছাদের উপর তাঁতের শাড়ির আঁচল বেয়ে
        পাড়া প্রতিবেশীর ঘুলঘুলি হয়ে
        মখমলের বিছানা খুঁজে পায় ।
ঐশ্বর্যের পাহাড়ে মুখ লুকাতে গিয়ে
        মুখ পুড়ে ছাই,
        নীল কভারে ঢাকা বালিশ জোড়া
        একসাথে রাখা
        ভেজা বালিশ চেয়ে থাকে ...সীমানায়
যেখানে আকাশ মিশে গেছে দিগন্তে
এক মুঠো মাটি নাই, শুধু জল, জলাকার ।
কৃষ্ণপক্ষের রাত হাতছানি দেয় নিয়ত
স্বচ্ছ আকাশের ধ্রুবতাঁরা উদ্ভাসিত রয় ।