লঙ্কা, সে তো ঝাল হবেই
বরং মিষ্টি হলে ব্যতিক্রম ;
তেতুল যেমন তেঁতো নয়
টক্ এ তেই তার পরাক্রম ।


প্রেম মানেই মান অভিমান
বরং  না হলেই তা অভিনয়;
ফুলে সুবাস থাকবেই
সুগন্ধেই তার পরিচয় ।


বর্ষা এলে কাঁদবে আকাশ
বরং খরা হলেই সর্ব্বনাশ ;
বসন্তে যৌবন না জাগলে
সৃষ্টি স্থিতি'র হবে নাশ ।