বায়ূ দূষণ নেই জল দূষন নেই
ওজোন স্তর নিষ্কলঙ্ক,
ঝিলের জলে পরিযায়ী হাঁস
খেলছে নিশ্চিন্ত,
কপোতীর অনুরাগ কপোত সোহাগে
ঐশ্বরিক প্রেম যখন নিবিষ্ট ;
থেমে থাকবে কেন
তোমার আমার কীর্ত্তন পূর্বরাগে !
এসো নীলাচলে ভেসে যাই
হৃদি বৃন্দাবন ।
বসন্ত বিহ্বলে দুজন দুজনে
মুক্তির চৈতন্যে
রচিব নিধুবন ।