চৈত্র দিনের শেষ বেলায়
রোদ বৃষ্টির খেলায়
আরও একটা বছর
বিদায় অবলীলায় ।
চড়ক পূজার নষ্টালজিক
শিব গাজনের সংস্কৃতি,
ব্যস্ত ত্রস্ত চারিদিক
হাল খাতার সংক্রান্তি ।
মেলা পার্বন হৈ হুল্লুর
খৈ এর নাড়ু ,পাঁচন,
নতুন নতুন পোশাকে
কচি কাঁচার নাচন ।
রাত পোহালেই বৈশাখ
নববর্ষের লগন,
বাঙালির ঘরে ঘরে
লক্ষীর শুভাগমন ।
ক্লান্তি-জরা, হিংসা-নিন্দা,
দৈন্যতা সব ভুলে,
বাংলা নববর্ষে বাঙালি
বাঁচুক মাথা তোলে ।
শুভ দিনের শুভ ক্ষণে
এই প্রার্থনা থাক,
সুখ শান্তি সমৃদ্ধিতে
সব দুঃখ ঘুচে যাক ।