উনিশ জোড়া উপাঙ্গের চিংড়ি যদি হতেম
হতো কিন্তু বেশ ।
অগাদ নীল জলরাশির অবাধ বিচরণ
যেমন খুশী তেমন নাচার অভেদ আচরণ
এক বুক স্বাধীনতা এক আকাশ উদারতা
পেতেম জম্পেশ ।
নানান নামে নানান জাতে নানান রঙে বিভক্ত
নানান স্থানে নানান ভাবে নানান রান্নায় ভোজ্য
হতেম নির্বিশেষ ।
রক্তের বহতা নদীর ধারা বইত নিয়ত অথচ
লালের আভা ফুটতো না,
দিগন্তের সূর্য নিয়ম করে ডুবতো
কেউ দেখতে পেতো না,
সুস্বাদে উপাদেয়
হতেম কিন্তু বেশ ।