লক্ষ্য মোদের জানা আছে, জন্মেছি যখন ভবে
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে ।"
মরন মানে মারন রোগ 'কোভিড-১৯" নয়
অস্পৃশ্য নিস্পৃহ হয়ে বেঁচে থাকায় ভয় ।


ভালো চাই ভালো , আরো যতেক ভালো
বিজড়িত ভালোবাসার বিস্তৃত আলো,
বিদীর্ণ প্রত্যাশার বুকে চাবুক মেরে 'কালো'
দূর ভাগাতে চাই, এবার আগুন জ্বালো ।


জীবনের পারাবার যদিও নিয়ত অনির্দেশ্য
তবুও যুদ্ধ যুদ্ধ খেলছি সবাই শত্রু অদৃশ্য,
একাকার বর্ণাশ্রম অবিকার মঞ্জিল সুদৃশ্য
বিশ্ব আজি ব্যস্ত ত্রস্ত বিষণ্ণ এক উদ্দ্যেশ্য ।


বন্ধ হউক দোকান পাঠ বন্ধ জীবন মান
ভালো থাকুক আপন জন, শিশু বর্ষীয়ান,
আতঙ্কের এই কড়ালগ্রাসে ভরসা ম্রিয়মাণ
তবুও ঈশ্বর আছেন, তিনি সর্ব্বশক্তিমান ।


যতই আপন হোক বিরহ বাঁচার ভবিষ্যৎ
স্বয়ং সুস্থে লুক্কায়িত সুস্থ গিরিপথ,
সাবধান সতর্ক জাতি জয়ী নিশ্চিত
মহামারী মারণ ব্যাধি পাবে না ভিত ।