আমার দাবী সনদ যাচ্ছে  ছিড়ে  
            হচ্ছে না তো দাবী পূরণ,
            দাবীর ভীড়ে বাড়ছে শুধু
            না-দাবীদের অকাল মরন।
এবার তাই ভাবছি বসে নতুন করে
            করব কি না অনশন,
            এখন তো এসব বেশ
            আধুনিক হাল ফ্যাশন।
তোমার  কাছে আমার দাবী কিন্তু
            তেমন  নয় অসাধারণ,
            চেয়েছিলাম  এ সমাজের
            আমূল কিছু  পরিবর্তন।
আমার নামের শেষে যেন,  না থাকে
            পদবী বা অলঙ্করন,
            জাতি ধর্ম সম্প্রদায়ের
            নামাকরণ বা সংস্করণ।
আরেকটা দাবী ছিল বটে দাবী সনদে
                আলুর মূল্যের মূল্যায়ন
            কমিটি  করে দাওনা বাড়িয়ে
            আলুর  যখন ভালোই ফলন।
আকাশটা নীল ছিল বটে, গাঢ় নীলে ঢাকা
             রংধনুর সাত রঙ,
            হঠাত করে শব্দের মিছিলে
               শব্দ সাজে সঙ।
তোমার দিগন্ত ক্যানভাসে ভাসে
           বুভুক্ষু বিহঙ্গ,
          বৃষ্টিফোটার বুদবুদ ফাটে
           হায়েনারা উলঙ্গ।
না,  আমার আর কোন দাবী নেই
          কেননা নেই কোমলতা  ,
       তোমার দেহে এখন ছোপ ছোপ দাগ
         চোখে বিহবলতা।    
        
       ।