এখন আমার ইচ্ছে করছে,
    হাতের কলমটা চিবিয়ে করে দিই ছিবড়ে
    খাতার পাতাগুলো দিই  দুমরে মুচরে,
     এক গ্যালন জল খাই
      অথবা মাথাটা ফাটিয়ে দিই তাঁর ।
আকাশের তারাগুলোর বিদ্রুপের হাসিতে
জ্বলছে গা' , ইচ্ছে করছে টেনে আনি মাটিতে ;
চাঁদের বুড়ি'টা ছিল তো থুরথুরি
আজকে দেখি যৌবনা রঙ্কিণী ,
উল্কা ছুটে বারে বারে গতিপথে ঘুড়ে ঘুড়ে  
তোলপাড় করে আকাশে ঈশান বায়ূ নৈঋতে ।


এখন আমার ইচ্ছে করছে,
       ভীষণ ঝগড়া করতে,
      দিই তাকে পাঠিয়ে , বাপের বাড়িতে
      কোন একটা অছিলায়, একা থাকা চাই ;
ছন্দ টন্দ আসে না মনে, শব্দ টব্দ বসে না প্রাণে
তবুও লিখতে হবে তো কবিতা ! ইচ্ছে করছে যে !
যত কিছু হইয়ে যাক, হতে থাক হতে থাক,
তবুও আর ধরা যাবে না, কেননা ছেড়ে দিয়েছি যে আজ ।


সকাল থেকে এক রদ্দি নিকোটিন যায়নি দেহে
সেই থেকেই যে যতসব আজব ইচ্ছে করছে,
আসুক দেখি তারা নেমে , হাসুক  চাঁদ-সুর্য্য
আজ থেকে আর খাব না খাব না , হলাম দৃঢ়প্রতিজ্ঞ ।