এই যাত্রায় বেঁচে গেলে লাবনী তুর ঘরে আবার
বাসবো ভালো আসবো নিয়ে সুখের পরশ অনির্বার,
দেখবো তোকে পরান ভরে রাখবো বুকে বারং বার,
স্পর্শের হিল্লোল দোলায়, দুলব দুজন দুর্নিবার ।
এই যাত্রায় বেঁচে গেলে তুর কুটীরে আরেকবার
জ্বলবে আলো বসবে আসর জম্পেশ গান দরবার,
উন্মাদনার মৌতাতে রাত মাতিয়ে বাজবে শৃঙ্গার
রূপমাধুরীর অরূপ মোহের তনূপরশ দুর্বার ।
এই যাত্রায় বেঁচে গেলে লাবনী তুর ঘরে আবার
বসবো দুজন পাশাপাশি করবো দুজন অঙ্গীকার
মিছিল হবে শ্লোগান হবে, লেখা হবে পোষ্টার
লড়বো আবার চাই অধিকার ঘুচিয়ে দেব অন্ধকার ।
এই যাত্রায় বেঁচে গেলে লাবনী তুর আঁচলে আবার
মুখ লুকিয়ে কাঁদবো আমি লুটিয়ে দেব অহংকার,
জ্যোৎস্না রাতে চাঁদের বুকে আঁকবো ছবি কেলেঙ্কার
শরীরের ভাঁজে শব্দ গোঁজে কাব্য লেখা হবে আবার ।
এই যাত্রায় বেঁচে গেলে মহামারীর পরে আবার
লিখব নতুন এক ইতিহাস শতাব্দীর সৎকার,
এই যাত্রায় বেঁচে গেলে পাল্টে দেবো সংস্কার
নতুন আলো নতুন দিশা নতুন নতুন আবিষ্কার ।