ছাতিম ফুলের মতোই শুধু উগ্রতা নিয়ে
কেটেছে কয়েকটা বসন্ত সু-সুভাস বিনে ,
রোপিত চারার অযত্নের পরিণাম যেমন
ছাতি ফাটে মোর ধৈর্যের শেষ সীমায়
"জল - জল" চীৎকারে গলা ফাটিয়ে
কাপুরুষের মতো মরে যাওয়ার আগে
আরেকবার যখন চেষ্টা করবো বলে ভাবছিলাম-
তোমি এলে, এক মুঠো রুদ্দোর, এক গ্লাস জল
আর এক বুক ভালোবাসা নিয়ে ।
রঙ্গীন জীবনে যখন দিগন্তের লম্বা রোদের কণা
ছুঁয়ে যায়, বসন্ত আসে, কচি পাতা কথা কয়
অদূরে কোকিল গান গায় ।
ভয় লাগে, বসন্তের শেষে যদি কালবৈশাখী ধায় !
তোমি পাশে থাকবে তো ?
যদি কোনদিন একমুঠো রোদ ফুরিয়ে যায়
যদি কোনদিন পাখিটার ডানা ভেঙ্গে
বেদনায় কাতরায় !
তোমি পাশে থাকবে তো ?
পাশে থাকবে তো , অবতার হয়ে দেবতার দূত !
আবার যদি কোনদিন জলাভাবে নয়
জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিতে চায় !
শুষে নেবে তো তোমার অপার মহিমায় ?
বেঁচে থাকবে তো এই ভাল বাসাবাসি ,
সুখে দুঃখে চিরদিন পাশাপাশি !
আমি চাইনা হাজার হাজার ফুল
অগ্নিদগ্ধের উগ্রতা, পাশে থেকো তোমি,
আমি বেঁচে থাকবো বেলীফুলের মিষ্টি সুভাস নিয়ে
ডালে ডালে টুনটুনির দাপাদাপি চলবে,
ভোরের শিউলী হবো না হয়
কূয়াশায় ভিজে ভিজে ।