চাঁদের গায়ে চাঁদ নেই দেখে
জ্যোৎস্না কিনতে গেলাম হাটে
একমুঠো রোদ একরাত জ্যোৎস্না
পেলাম না তো বিক্রি বাটে ।
মহানীলের সমারোহে বার বার পথ হারায়
কম্পাসের কাঁটা থামে কৃষ্ণ গহ্বরের মুখে,
মহামারীর মূল্য চুকিয়ে তোমার কঙ্কালসার
মুখের হাসি চিলিক দেয় আমার
ধান ক্ষেতের বীজতলার পাটাতনে ।
রোদ জ্যোৎস্না মেঘ তৃষ্ণা হাহাকার উৎপীড়ন
একাকার চারিধার রাত দিন সিংহাসন ।