একটা গানের জন্ম হবে বলে
দেশটা পোয়াতি আজ কয়েক দশক ধরে ।
ভূমিষ্ট শিশুর কণ্ঠে 'মা' ডাক শোনে
উৎফুল্ল সারা দেশ আনন্দে জাগবে
দোয়েলটা শিষ দেবে পরাণ ভরে ।
গান যেদিন হাঁটবে প্রথম পৃথিবীর বুকে
দেশের মানুষ জাগবে রাত, হাসবে নতুন ভোরে ।
নির্দিষ্ট গণ্ডিতে আঁকা মানচিত্রের সীমানা ধরে
রোধির ধারা ধুঁয়ে মুছে বইবে নদী
এক চিলতে রোদ হাসবে কাঞ্চনজঙ্ঘার শিয়রে ।
গান যেদিন আদো আদো বলবে কথা প্রথম
আঁচল চাপা ব্যথার ওপারে
ক'ফোটা আন্দনাশ্রু মায়ের
লেখা থাকবে স্বর্ণাক্ষরে এ দেশের ঘরে ঘরে ।
আর যেদিন গান রণে যাবে রনংদেহী রূপে
এ দেশ আমার স্বদেশ হবে
আকাশ বাতাস হাসবে,
যেমনটা চেয়েছিলেম আমরা যুগ যুগ ধরে ।।