আকাশের নীল যখন গায়ে মেখে যায়
বুজবে তুমি, রৌদ্রের প্রখর তাপে
আমি সেলফি নিয়ে ব্যস্ত,
হয়ত তুমি অনেক দূরে, নয়ত পাশাপাশি ।
সমুদ্রের ঢেউ যদি আছড়ে পরে গায়ে
জানবে সাগর ডাকছে আমায়
নীরব নিঝুম গভীরতায়,
তুমি না হয় রইলে দূরে ।
অকাল কলতানে মুখরিত হয় যদি
পাখিদের আবাসন,
আকাশের কোণে খুঁজে দেখো
মেঘেদের রুদ্রমুর্তি হয়ত পেয়ে যাবে,
আমার কুটিরে জ্বলবে তখন হ্যারিকেন ।
আরোও বেশী উপমা'রা ঘুমিয়ে আছে
তোমার আমার পদ দলিত নরম ঘাসের সিংহাসনে,
আমি যার কান্না শুনি
শোনতে কি পাও তুমি শ্লোগান তাদের
চিতার উপাড়ে শবাসনে !