আজকাল গরু সব করে বিপ্লব
কে কার আগে কবে উঠবে গাছে,
কল্পনার ফানুসকে অন্তরীক্ষে রেখে
গল্পেরা থেমে আছে পাকস্থলীর পাকে ।
রস গন্ধ কিছু নেই যকৃত বিকৃত
তবুও বেঁচে থাকে ফিতা কৃমির মত,
মাটির সোঁদা গন্ধ মাখা ঘাস দুর্লভ
গল্পের গরুরা অনেক বেশী সেয়ানা , তাইত ।