আকাশ থেকে আসছে নেমে হাজার তারার ঢল
পাতাল ফুঁড়ে আসছে তেড়ে রাজার ঘোড়ার দল,
এই পৃথিবী ভাসিয়ে দেবে আলোর ঝলকানিতে
রাজা মন্ত্রী সব জ্বলবে পুড়বে লাল ফিতে ।


বাতাস বেয়ে ছুটছে সৌরভ লক্ষ ফুলের পাপড়ি
উদাস মনে গাইছে ঔড়ব পক্ষ কালের ব্যপারী,
যশ খ্যাতি মান রইবে সব মায়ার দুনিয়াতে
বাঁধন বেঁধে যাও কবি'তা কলম দোয়াতে ।


সাগর বুকে করছে নৃত্য ক্ষিপ্ত ভৈরব সলিল
ধরার বুকে জ্বলছে নিত্য বিত্ত বৈভব দলিল,
মানুষের ঈশ্বর মানুষ নিয়ত সৃষ্টিস্থিতি করে
নিমিত্ত নিবৃত্ত হয়ে নতুন করে মারে ।