একটা পায়রা ভোলা ময়রার
আঁকা হয়নি আকাশে,
ডানা ভেঙ্গে পরে আছে
গৃহস্থের রাবার বাগানে ।


এক ঝাঁক শান্তির দূত
উড়ছে দারুন মেঘের দেশে,
একটা শালিক এক পায়ে
দাঁড়িয়ে খড়ের গাদানে ।


সাদা বেলুন বার্তা ছড়ায়
আবির মাখা বাতাসে,
একটা বেলুন হঠাৎ ঠুস
দুর পাহাড়ের টং দোকানে ।


হাতে হাতে মুঠো ফোনে
সমাজ মাধ্যম শব্দ ভাসে,
একটা পৃষ্ঠা শুধুই কালো
হিংসা-গুজব কানে কানে ।


লাইট এমিটিং এর পর্দ্দায়
কষ্টে সৃষ্টে যদ্দুর হাসে,
মাইক্রোফোনের ভিড় সামলায়
মিথ্যার ফুলঝুরি দানে ।