পূণ্য এখন সস্তা ভীষণ,
ঘরে বসেই পাওয়া যায়,
অনলাইনে পূণ্য কিনে
ঈশ্বর লাভ করা যায়।
তবুও মানুষ পূণ্যের জন্য
যোজন ক্রোশ দূরে যায়
পাদ পিষ্ট হয়ে ক্লিষ্ট
পূন্য পূণ্য করে হায় !
সাধু সন্তের হাজার হাজার
মিডিয়া চ্যানেল পত্রিকা,
ফ্লিপকার্টে পাওয়া যায়
পূন্য ভূমির মৃত্তিকা ।
তন্ত্র মন্ত্রের বড় বাজার
সব চ্যানেলের প্রাইম টাইম,
ঈশ্বর এখন ট্যাক্স অফিসার
প্রসাদ এনজাইম ।