এক ঝাঁক পাখি ওই নীল সীমানায়
শূন্যতার ভয় ডিঙিয়ে দ্রাঘিমায় ...
ক্যানভাসের জমিন রাঙায় বিস্মৃত রুধিধারায় ।


এক রাশ মেঘ সাদা - কাল - লাল
গিরগিটি হতে পারে নাগালের বাইড়ে
বসন্তের কোকিল যদিও গায় না হেমন্তে ।


তোমাকে দেখেছি হঠাৎ সেদিন ডিশান মোড়ে
আলট্রা মডার্ন বেগুনী চুলে,
এন আর আই চক্রযানের চালক বড্ড বেশি মত্ত তোমার প্রেমে ।


আমি সেই ক্যাওরাতলার গলির মুখেই বাদাম বিক্রেতা
তোমিও ক্রেতা বটে,
হাওয়া ভরা প্যাকেটজাত মশলা মাখা' প্রিয় ব্র্যান্ডের ।


মধ্যরাতে বাড়ি ফেরার পথে
        শ্মশানের আলেয়া বাতির পরিচিতি
         আজও জানা হলনা অথচ পরিচিত
          প্রতিটি হরফনামা ।