আজকাল ঈশ্বর সবার মুখে মুখে,
                                বুকে বুকে
                          কলমের ডগায় ।
ঈশ্বর এখন বসত করে গাছের আগায় ।


ভাঙ্গা ঘরতো ছেড়েছিল অনেক আগেই
এখন দেখছি অট্টালিকার মোহ ত্যাগে
বেশি বেশী করছে যাপন অযত্নের কেশে
                             সন্যাসীর বেশে
                         বুজরুকির ঈশারায় ।
ঈশ্বর এখন বসত করে সিরিয়াল সিনেমায় ।


অ-বিশ্বাস আর না-বিশ্বাসের গল্প করতে করতে
আস্তিক নাস্তিক ব্যবসা করে মিলিজুলি সন্ধিতে
অতঃপর ঈশ্বর তাবিজ, পাথর, জল পড়ায়
                                মাটিতে গড়ায়
                                জাদুর মুর্ছনায় ।
ঈশ্বর এখন কথা বলে সোশ্যাল মিডিয়ায় ।


সাকার নিরাকারের দ্বন্দ্ব একাল সেকাল চিরকাল
কৃষ্টি সৃষ্টি দৃষ্টির তফাৎ বিধির সকাল বিকাল
ব্যতিক্রমী প্রতিভার আলোকিত পশরায়
                                   শাঁখ বাজায়
                                       ভজনায় ।
ঈশ্বর এখন প্রকট হয় কেরামতির মহিমায় ।