বোদরুল আলম
জন্মস্থান মুর্শিদাবাদ, ভারত
বর্তমান নিবাস কোলকাতা, ভারত
পেশা তথ্য ও প্রযুক্তি জগতে কর্মরত
শিক্ষাগত যোগ্যতা বি টেক ও এমবিএ
দায়িত্ব মোডারেটর, এডিটর, রিভিউয়ার
কবিতাপ্রেমিক। বিজ্ঞানের ছাত্র। কর্মসূত্রে বিজ্ঞান ও প্রযুক্তি জগতে বিচরণ।
বোদরুল আলম ১১ বছর ৫ মাস হলো বাংলা-কবিতায় আছেন।-----ইনি এই আসরের এক সময়ের অত্যন্ত প্রিয় কবি ও আলোচক । উনি উনার নিজ গুনে অর্থাৎ কবিতা সম্পর্কে গভীর জ্ঞান ও অনন্য বিশ্লেষনের ক্ষমতায় আমাদের সকলের মনের মধ্যে একটা আলাদা স্থান দখল করে নিয়েছিলেন । যদিও ব্যক্তিগত ভাবে আমি তার সঙ্গে একবার দেখা করার সুজোগও হয়েছিল কিন্তু ২০১৫ সনের পরে হঠাৎ করেই নীরব হয়ে যান । আজ অব্দি কোন খোঁজ খবর নেই, এই গুনী মানুষটিকে খুব মিস করি, কেউ কি জানেন কিছু ?