পালা গানে ঝালা পালা
কান নেই এখন আর,
গলা সাধে ভোর বেলা
গায় 'রাগ দেব গান্ধার'।


যাত্রা গানে ফাত্রা নাচ
গ্রাম বাংলায় বিলুপ্ত আজ,
মাত্রা ছাড়া সাদা কাঁচ
নাট্যে শ্লীল-অশ্লীল রাজ ।


লোকগীতি পল্লিগীতি
ছিল বেশ কদর যার,
আধুনিক বিধানিক
গানে মৃত্যু কবিতিকার ।