আকাশে যখন রয়েছে মেঘ, সাদা কালো হবেই তো
কখনো রোদ কখনো বৃষ্টি মেঘলা আকাশ রবেই তো,
বাগানে ফুল ফোটে যখন বাতাসে গন্ধ ছড়াবেই
প্রকৃতির বাঁধন সময়ের বোধনে সৃষ্টি-স্থিতি-লয় ;
কিছু কিছু অ-প্রাকৃত, কিছু কিছু অতি-প্রাকৃত
শব্দের বাহারি রং, সম্পর্কের গতি প্রকৃতি
সীমানার বাড়িঘর করিডোর ডিঙিয়ে
বসবাস করতে চায় অপার্থিব হয়ে
নাম সংজ্ঞা প্রকান্তরের ভীড়ে
বিস্তৃতির মখমল চাঁদরে
কারো কারো বিছানা
কখনো হয় না
তবুও স্বপ্ন
দেখে,
বেঁচে
থাকতে চায়
সম্পর্কের গভীরে
একরদ্দি রোদ যদি পায়
মেঘে ঢাকা আকাশের পরে,
একেক পশলা বৃষ্টির অপেক্ষায়
শত শত খরা অগ্নি ঝরা দিন ফুরায়,
মরিচিকার হাতছানিতে কত প্রান যায়
শহিদের প্রকার ভেদ খুঁজে খুন ভালবাসায়,
রক্তের র্ং পাল্টাতে পারে না অ-অতি প্রাকৃত
যদিও কখনো কখনো অশ্রু রোধিধারার মতো বয়,
আঁধারের বুক চিরে আলো ফোটে কৃত্তিম কৌস্তভ সম
সম্পর্কের বেড়াজাল বিতীর্ণ বিষম ফাঁদ কাধে নিয়ে শোনে
মেঘে মেঘে ঘর্ষন ঘন বরিষণ বিদ্যৎ ঝলকায় রৌদ্রদীপ্ত দিনে ।।