আমি তো আর জে এন ইউ'র ঐশী ঘোষ নই,
মাথায় রক্ত ঝরে না তবে আগুন ঝরে পেটে ।
প্রতিবাদী জনতার প্রতিবাদের বহ্নি শিখা কই !
আমি তো সেই দেড়শ টাকা কিলো দরের ক্রেতাই হাটে ।
এন আর সি, ক্যা, এন পি আর ওসব কি বস্তু !
নেতারা রোজ জোরে জোরে মাইকে বলেন বটে ;
আমি তো ভাই অগ্নিমূল্যের বাজারেই পর্যদস্তু
হুমকি ধমকি গুলি বন্ধ ওসব বুজিনা মোটে ।
এদেশ আমার এদেশ তোমার এদেশ সবার বটে
খালি পেট ভরবে কি আর জাত-ধর্ম মেরেকুটে !
ইলেকশান ফ্যাসিবাদ মুখস্থ সব মুখে মুখে
প্রতিবাদের বিভ্রান্তির ভাষা শেখাচ্ছে রক্ত চোখে ।
আমার পেটে হাত থাক, তোমার মাথায় হাত
শাসকের কূট কাচালিতে আন্দোলন কূপোকাৎ ।