এতটুকু মেঘ ছিল না আকাশে
ফাগুন বসন্ত নিরুত্তাপ,
কত পাপড়ি ঝরে যেতে দেখেছি
নেয়া হচ্ছিল না সৌরভ ।
শামুকের মত নিজেকে গুটিয়ে
আলো বাতাসের পৃথিবীতে
প্রাণ খুলে নিঃশ্বাস নিইনি
দেখা হয়নি রংধনু ।
তুমি এলে, ভরা বর্ষা নিয়ে
বাবুই পাখির বাসা ছেঁড়ার
ঈশানের ঝড় নিয়ে ।
পাইন বনের ছায়ায় পাশাপাশি দু জনা
কবিতার কথা বিছানো পথে,
শঙ্খচিলের ডানায় ভর করে
মেঘদূত আসে, ময়ূরী পেখম তুলে ;
ঘুম ছেড়ে খোলক ভেঙ্গে
সমূদ্র সলিলে যখন আত্মহারা ;
চলে গেলে ফাকি দিয়ে
বিধাতার জয়, আমি দিশেহারা ;
আমার লবন হৃদয় দ্রবীভূত হয়ে
এক টুকুরো প্রেমের জন্য ছন্নছাড়া ।