লাবুক ডুবুক লাবুক ডুবুক
দোলায় চুল দেখায় ঠমক
খুকির চোখে ভীষন চমক
নানা'য় ছোঁয় খুকির চিবুক,
নানান ছলে নানান বোলএ
নানা নেয় কোলে তোলএ
আদর করে স্নেহ মেখে
স্বপ্ন দেখায় সুখে দুঃখে,
অমনি করেই বাড়ে খুকি
পুবের সূর্য দেয় ঊঁকি,
দেয়ালে সে আঁকে উল্কি
বাঁচা বাড়ার আঁকি বুকি,
লাবুক ডুবুক লাবুক ডুবক
এখনও সে দেখায় ঠমক,
স্বপ্নে বিভোর চোখ চক-মক
কথায় কথায় দেয় যে ধমক,
যেদিন বুড়ো টাকার লোভে
কেড়ে নিলো সম্ভ্রম সবে,
সেদিন থেকে খুকি ক্ষোভে
কয়না কথা এবে ।