আমার লাল গোলাপের বাগান আজ বসন্তে ভরপুর
পলাশ শিমূল কৃষ্ণচূড়ার সারিতে সারবদ্ধ সিঁদুর।
লাল দিগন্ত ভোরবেলাতে, সাঁজের বেলায় পশ্চিমে
লাল লালিমা মেদিনী কাঁপায় লাল মহুয়ার রক্তিমে।
হানাহানির বাজারদর বেজায় কম, বেজায় কম
রক্তস্নাত বিভেদনীতি, সাম্রদায়িক সরগরম।
গোলাপ দেখি গলি গলি, গোলাপ দেখি হরেক রকম
লাল গোলাপের বাগান কিন্তু অবিকল আগের মতন।
তাইতো আমার গোলাপ আজও লাল লালিমায় নিবিষ্ট,
পলাশ শিমূল কৃষ্ণচূড়ার মেলায় মত্ত আবিষ্ট।