যদি কোন দিন মনে পড়ে এই সুন্দর সন্ধ্যা
এঁকে রেখো তবে হৃদয়ের কোণে তুলির টানে ,
আড্ডাটা ভেসে যদি উঠে তোমার চোখের পাতায়
লিখে রেখো খাতার পাতায়
ময়ূর পুচ্ছটা যতনে রেখেছ যেখানে ।
লিখে রেখো ঝাউ বনে সন্ধ্যা নেমেছিল একদিন
সূর্যটা ঘরে ফিরে গিয়েছিল পাখিদের কলতানে,
পাশাপাশি দুজন ছিলেম সমান দূরত্ব বজায়ে
অদূরেই ঝরেছিল শিরিষের বিকীর্ণ পরাগ-কেশর
সিঁদুর রঙা গোধূলির দিগন্ত কাননে ।
আবছা অবয়বটা এঁকে রেখো ক্যানভাসে
সাদার মেঘের শামিয়ানার নীচে
এঁকে রেখো লাল কাঁকড়াদের দেখে
ভয়ভীত চেহারাটার অন্তর্নিহিত তৃপ্তিটা
তোমার দীর্ঘ নিশ্বাসের অবসানে ।
লিখে রেখো তোমার ইচ্ছেপূরণের স্বপ্নটা
গল্পটা নিখুঁত ভাবে, বলেছিলে যেভাবে
আবেগের কাঁপা কাঁপা স্বর মেখে
ঘন ঘন মুদে যাওয়া আঁখি পল্লব আর
তপ্ত তালুর বন্ধনে ।
হয়তো ফিরে পাবে আবার কোন একদিন
সকাল - সন্ধ্যা - দুপুর কিংবা বিকেলে
ঝরতেও পারে কদম্ব ফুল
ঢেকে যাবে আকাশ কালো মেঘে
একাকার হবে দেহ ঝড়ো বাতাসের ইন্ধনে ।