মা এখন মাটিতে গোড়ালির আঘাতে
মানুষ হচ্ছে আস্তে আস্তে ;
প্রতিবার বানের শেষে নদী-মাঠ পেড়িয়ে
উঠানের কোণে কথা কয় খড়ের গাদার সাথে,
বাঁশ কাঠ বুকে নিয়ে খড়ে কাঁদায় মিলেমিশে
একসময় চিন্ময়ী হয়ে ;
পৃথিবীর বুকে যত আছে অসুর
অনাচার-অত্যাচার-অবিচার
সবকিছু তছনছ করে আবার ফিরে যায় নদীতে
রেখে যায় , যা কিছু ভাল, মঙ্গলময় মানুষের তরে ।


মা এখন মাটিতে গোড়ালির আঘাতে
মানুষ হচ্ছে আস্তে আস্তে ;
মাটি - খড় -কাঁদার এই পূনর্নবীকরন চলছে চলবে ;
প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের লাইন, ভক্তি-শ্রদ্ধা সেও থাকবে
পৃথিবীর বুকে যত আছে অসুর
অনাচার-অত্যাচার-অবিচার -ওরাও থাকবে ;
তবুও মা আবার মানুষ হবে, পূজা নেবে, আশীর্বাদ দেবে ।
তৈরী হও ভক্তরা, সাবধান শয়তান
সুর্যাস্তের পরেই আবার সকালের অপেক্ষা থাকে
মা আসে মা যায় জীবনের ধারাপাতে ।


লিখে রাখে কবিতা, ভাল মন্দ সবই তা
কত তম হল যেন, ক 'জন পেল ক্ষমতা ।