শ্রীজাত দা ক্ষমা চাই
মাফ করো দাদা,
বাঙালির পক্ষ থেকে
দুঃখ প্রকাশের নেই ভাষা।


ওদের নাকে ঝামা ঘষে
কালির আঘাত হবে জানি,
হয়তো বা হবে কিছু
আলোর  মিছিল কালির মিছিল।
মানবতার লাশ কাঁধে তোলে
মূল্যবোধের  কফিনে
আরও  একটা মিছিল  চাই ;
আরেকটা  মিছিল  রাজপথে
ঔদ্ধত্যের  মুকুট হাতে।


উদিত সূর্যের প্রখর রোদে
বিশ্বাস করতেই কষ্ট হয়
এই মুল্লুকেই ভাষা শহিদ
আন্দোলনে কথা কয়।


পরিশেষে কি আর বলব
মায়ের শরীর ভাল নয়,
মা' যে আজ রুগ্ন ক্লিষ্ট
আঁচল ছেড়া নিরাশ্রয়।


তোমার ঐ দেশলাইয়ের
বারুদ মাখা কাঠি টা চাই,
সুস্থ মায়ের জন্য আরো
অনেক অনেক শ্রীজাত চাই।