মানুষ তোমার মানুষ হবার ইতিহাস আমার আছে জানা
কয়েকশ বছরের উত্থান পতন বিলুপ্তির কান্ড কারখানা
       অস্ত্র থেকে আগুন, গুহা থেকে সমাজ,
       কৃষি-শিল্প বিপ্লব, সভ্যতার কারুকাজ,
অগ্নিপিণ্ড লন্ডভন্ড বিস্মৃত পূর্বপূরুষ, সুসভ্যতার উন্মাদনা
অতঃপর, গ্রহান্তর মহাকাশ এবং অতিমানবীয় পরিমার্জনা ।।


মানুষ তোমার মানুষ হবার ইতিহাস আমার আছে জানা
মানুষ তোমার অমানুষ হবার সাক্ষী আমি,দেখেছি যাতনা
        নরপশুতে ভেদাভেদ, সদ্বিবেচনা
        ধর্মকর্মের বিভেদ,  সংবেদনা ,
দেখেছি নর-নারীর উন্নাসিক অনুভূতির বৈনাশিক ভাবনা,
মানুষে মানুষে শ্রেনী বিন্যাসে ঐশ্বরিয় মানবতার অবমাননা ।