---এই ধারাবাহিক ধ্যান ধারনার বাইরে
    যখন 'নারী' আমার মা ,


অন্ধকারের গর্ভগৃহ থেকে     রক্ত নদী করে পার
এই পৃথিবীর আলো মেখে    জয়ধ্বনি নারীসত্তার
স্নেহের পরশ আঁচলে ঢেকে   বাৎসল্যতার বিস্তার
নাড়ির টানে নারীত্ব রেখে     মাতৃত্বের অবতার ।


দেখেছি সজল নয়নে তাঁর   গভীর প্রেম মায়া মমতা
রেখেছি মস্তক বুকে কত    পেয়েছি নিবিড় নিরাপত্তা
ঢেকেছি আঁচলে মুখ যত    পেয়েছি শান্তি নিশ্চয়তা
করেছি আঘাত কত শত    নেই যে তার ইয়ত্তা ।


দেখেছি দৃঢ় চিবুক তাঁর     দেখে সন্তানের শঙ্কা
দেখেছি রণ মূর্তি তাঁর       বাজিয়েছে জয় ডঙ্কা,
লেখেছি কত গল্প তাঁর     দেখে মাতৃত্বের অহঙ্কার
শিখেছি স্পর্ধা বিনয় ভার   বিস্ময়ে বিশ্বাস ঝঙ্কার ।