বেঁচে থাকার লোভটাতে
ক্ষোভটা উবে গেছে,
প্রতিবাদের ভাষা পাল্টে
বেড়াল কন্ঠে  বসেছে ।
আগুন ঢাকা তুষের স্তুপে
রূপের ফাগুন নিরুদ্দেশ,
খাতা কলম নিরুত্তাপে
রেকেই বন্দি হচ্ছে শেষ ।
ভালো মন্দের দেব দেবী'রা
পাপ পূণ্য আর যাচে না ,
ফাদার পুরোহিত ইমাম'রা
ঈশ্বরে আর বাঁচে না  ।
অসির মধ্যেই মশী এখন
যাচ্ছে মিশে কালক্রমে,
হাসির মধ্যেই কান্নারা সব
তলিয়ে যাচ্ছে ভাগ্যক্রমে ।
কবিতার ছন্দেরা সব
অন্ধ হয়ে দলে দলে,
নিঃশব্দের উৎসবে যায়
ক্ষয়-ক্ষতের রসাতলে ।