কাকের বাসায় তিনটে ডিম
কাক দিচ্ছে তা ,
ডিম ফুটেছে চিঁ চিঁ করছে
খুব সুন্দর ছাঁ !
দুটোই কালো দুটোই ভালো
ঘর করেছে আলো,
কোনটি কাকের কোনটি কোকিল
না জানাটাই ভালো ।
হঠাৎ করে আকাশ থেকে
বাজ দিলো ঝাপ,
দুটো বাচ্চাই নিয়ে নিলো
ওরে বাপরে বাপ !
মা কাকটা কাঁদছে বসে
বাসার কাছে কাছে,
কাঁদছে কোকিল আড়ালে
ঘুরছে গাছে গাছে ।
কাক ভাবছে আমার বুজি
দুটো বাচ্চাই গেলো,
কোকিল ভাবছে এখানে তো
আমার একটা ছিলো ।
মগ ডালে বসে বাজ
আয়েশ করে খেলো,
জানলোই না কোনটা কাক
কোনটা কোকিল ছিল !
এভাবেই সে খায় রোজ
চুরি'র কিংবা শিকার,
জানেনা সে কার খেল
কে'বা করছে বিকার ।