একটা ফাগুন দারুন ছিল
                আগুন ছিলনা তা'তে,
কোকিল ছিল পলাশ ছিল
                ভ্রমর ছিল মৌতাতে ।
সুর্য ছিল চন্দ্র ছিল
                কচি পাতা বৃক্ষে,
ফুল ছিল ফল ছিল
                প্রেম ছিল বুকে ।
দোল ছিল রঙ ছিল
                গান ছিল কন্ঠে,
নীল ছিল মেঘ ছিল
                আবেগ ছিল পটে ।
এই ফাগুনটা খুব খারাপ
               আগুন শুধু আগুন,
আবেগ বিবেক কিছু নেই
               কথায় কথায় খুন ।
ঐক্য সখ্য সব গেছে
               শুধুই ভেদাভেদ,
জাতি-জাতে-ধর্ম-পাতে
                জনে জনে বিভেদ ।
ঝলসে গেছে পলাশ বন
                হিংসার উত্তাপে,
গায়না কোকিল এখন গান
                হায়না হাসে ঝোপে ।
কৃষ্ণচূড়া যাচ্ছে ঝরে
                দিগন্তের লাল কালো,
ঋতুরাজ ঋজু আজ
                প্রকৃতিই অগোছালো ।