আকাশ কিন্তু সেই নীল
বাতাস মৃদুমন্দ,
চারিদিকে কোলাহল
জীবনের ছন্দ ।
গত বছর এক ছ্যামরা
খেলার ছলে,
কাস্তেটা দিয়ে আস্তে
পা'টা কেটেছিল ।
গত মাসে একবার
উল্টে গিয়েও বেঁচে গেলাম,
যদিও রক্ত ঝরেছিল
নাক মুখ ছুলে ।
গত পক্ষে হঠাৎ করে
হাত দুটো গেল ভেঙ্গে,
প্লাষ্টার ফ্লাষ্টার করে
গলায় রয়েছে ঝুলে ।
গত সপ্তায় একটা তুফান
চারিদিক কালো করে,
বইতে গিয়ে বয়ে নিয়ে গেলো
আমার দু'টি পা দুরে ।
আজকে যখন সকাল বেলায়
লিখছি কবিতা,
পেছন থেকে সজোড়ে
মাথায় দিল ঘা ।
অস্থি মজ্জা সব
ভেঙ্গে খান খান ,
কলম টা থেমে গেল
তবে কি লেখার অবসান ?
মস্তিষ্কের রক্তক্ষরণে
বোধ বুদ্ধি নেই আর,
নেই কোন অঙ্গ আমার
চারিদিক অন্ধকার ।