কবিতার মেলাতে গিয়েছিলাম সকালে
গিয়ে দেখি সমারোহে একাকার সকলে ,
নেই কোন কবিতা, ছন্দের বাগ্মীতা
বর্ণ'রা পাশাপাশি, নেই কোন হৃদ্যতা ,
মাথা উঁচু করে যেজন দাঁড়িয়ে মাঝখানে
ছুটে গিয়ে হতাশ হই, গুরু গম্ভীর বিজ্ঞানে ,
ভয়ঙ্কর মুখোশ পরা ডান পাশের কবিতা'দি
খিলখিলিয়ে হাসে শুধু নেই কোন জ্ঞান ইত্যাদি,
ফিসফিস করে শুধু নদীর পাড়ে বাক্য বাগীশ
অযথা আপ্যায়নে ব্যয় বহুল পদ্মার ইলিশ,
দ্বৈপায়ন কথা কয় চাঁদের সাথে চাঁদনী রাতে
বিশ্বায়ন মুখ লুকায় প্রযুক্তির প্রথম প্রাতে ,
মেলা তার খেলা মত রেখেছে সবই তা
অখাদ্য কুখাদ্য সব এবং দামী কবিতা ,
হাতে করে নিইনি আমি পাইনি খুঁজে ফিল্টার
যোগ্যতার মাপকাঠিটা পরেই রইল বেকার ,
বিকার হয়ে খালি হাতে ফিরে এলাম ঘরে
বোকার মতো চেয়ে থাকি শব্দের সম্ভারে ।