একটা অপার্থিব কন্ঠের কান্নার প্রতিধ্বনি
আমাকে ভাবায়, বিচলিত করে প্রতিদিনই,
অশ্রু ভেজা অনুরণন মাটি ভেদ করে
মিশে যায় আকাশের মিলনান্ত নীলে ।


আবিষ্কারের নেশায় মাথা খায় রাজধানী
স্পন্দনে কম্পিত প্রদেশে অবসন্ন অবনী
ফেরারি মনের কাছে দায়াব্ধতার চাপে
সূতো নাটাই ছাড়া আকাশে ঘুড়ি উড়ে ।


তারাভরা আকাশে দেখি উল্কার গতিবিধি
গ্যালাক্সির উপাড়ে তাকে খুঁজে পাই যদি,
মহাকাশ পাড়ি দিয়ে আকাশ নদী সাগর বেয়ে
বাঁধবো এনে উঠানের কোনে হাস্নাহেনার তলে ।


স্বপ্নের ডুব সাঁতারে নিগূঢ় অবগাহনের পরে
বসন্ত পলাশের অঞ্জলী দেব ভক্তি ভরে
পার্থিব সুখ দিয়ে ভরে দেব আঁচল
পোষ মানাতে চাইনা, পালিয়ে যেও ।