কালো বিছানা আর কাকে বলবে
আধার রাতে যখন আরো আধার
নেমে আসে ঘরে, আলোটা যায় নিভে !
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ডান হাতের ভার বুকে
নির্গত কার্বনডাইঅক্সাইড আর বগলের তলার গন্ধ
এক রকম চেনা জানা বিগত চৌদ্দ বছর ধরে ।
দু-চার মিনিট আঙুলের কিলিবিলি
অতঃপর নিঃসার..., সেই সকাল সাড়ে ছ'টা অব্দি ।
আধারের গা বেয়ে ঘরের কোনে কোনে
আড়শোলা টিকটিকিদের লিঙ্গান্তরের ছড়া পড়ে,
মেঝেতে আশ্ টে গন্ধের চিকাদের পায়চারি বেয়ে
একটা দেহ বহু প্রতিক্ষিত, শুকতারার লক্ষ্যে
পাড়ি দেয় কালো পথ, কালো পাহাড় - জঙ্গল
গিরিখাতে হাবুডুবু , ভয়াল নজরদারি
শর্পিল - হিংস্র জন্তু জানোয়ারের কাড়াকাড়ি ;
অতঃপর নিঃসার..., সেই সকাল সাড়ে ছ'টা অব্দি ।
সকালের কাগজে খবরের ছড়াছড়ি
ধর্ষন, খুন, দুর্ঘটনা, হিংসা , মারামারি ।