কাল বিকেলে বসবে মেলা
                  কবিগুরুর জয়ন্তী,
শিশু কিশোর করবে খেলা
                  ছবি ছড়ায় আবৃতি,
হাজার ফুলে পরবে মালা
                   বিশ্বকবির আকৃতি,
তাঁহার গানে ভাসবে ভেলা
                   জাতি ধর্মের সম্প্রীতি ।


নৃত্যগীতে নাট্যমঞ্চে
                   কবি প্রণাম' ভক্তিতে,
নাচে গানে ছন্দে ছন্দে
                  গুরু গম্ভীর উক্তিতে,
জরা প্রাণে সারা দেবে
                  রবি'র বারি ধারাতে,
মরা গাঙে বান হবে
                  বাংলা মায়ের স্মৃতিতে ।


পরশু আবার স্নিগ্ধ প্রাতে
                  বাঙালীর আঙিনাতে,
বসবে শখে আসন পেতে
                  পাশ্চাত্য ছোঁয়া কৃষ্টিতে ।।


(বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্ম জয়ন্তীতে বিদ্যুৎ বিভ্রাটের কারনে, সকলের সঙ্গে আমার 'এই আসরে'র শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়নি, আজকের এই তুচ্ছ প্রয়াসেই আমার ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন)