আজকে দেখি আগুন কত বাড়াতে পারে
                            তার লেলিহান শিখা,
সর্ব্বগ্রাসী অগ্নিশিখার জ্বলন্ত দগ্ধতা
কতটুকু কেড়ে নিতে পারে আজ আমায়,
আমি যে জলন্ত অঙ্গার, অগ্নিদ, মৃদঙ্গার ।


আজকে দেখি ফাগুন কত ঝরাতে পারে
                            গাছের নিষ্প্রান পাতা,
বসন্তের সবুজ কচি পল্লব বাহার
শাখে ফুলেল সৌরভ গুঞ্জন ভ্রমড়ার
চিরন্তন প্রকৃতির জন্মগত অধিকার ।


আজকে দেখি লগন কত হারাতে পারে
                           সময়ের বিহ্বলতা,
চক্রবৎ ক্ষণিক ক্ষনের ঘুর্ণাবর্তন
যুগে যুগে চিহ্নিত শোষনের বিবর্তন
মৃত্যুর দ্বারে বেধে রাখা ঘন্টারই মতন ।


আজকে দেখি যৌবন কত দৌড়াতে পারে
                          বয়সের আকুলতা,
প্রতিবাদে বজ্রমুষ্ঠি উর্দ্ধাকাশে ক্ষেপণ
সন্মুখ সমরে বুক চিতিয়ে বিষর্জন
প্রগতির বার্তা কন্ঠে আগামীর আরোহন ।


আজকে দেখি, আমি দেখি, দেখব আজীবন
চলছে চলবে'র বিশ্ব জাগতিক মহিমান্বিত বিপ্লব ।