আকাশ কোণে মেঘ জমেছে
                  ডাকছে দেয়া ঘনঘোর
কাজল চোখে মনের সুখে
                  গাইছে কেয়া সুমধুর,
পেখম তোলে ময়ূর পক্ষী
                  করছে নৃত্য নীপবনে
জগৎ ভোলে প্রিয়ার শোকে
                 কাঁদছে রাধা আনমনে,
দীঘল কালো কুন্তল রাশি
                  ছড়ায় দেয়া নবসাজে
আকাশ কাঁদে উতল বাঁশি
                  বাজায় প্রিয়া হৃদমাঝে,
হরষ জাগে মন আবেগে
                  ভরা বর্ষার জলধারা
পরশ লাগে অম্বুদ রাগে
                  স্নিগ্ধ হাওয়া মাতোয়ারা,
কদম ডালে ঝুলন দোলে
                  ঘন শ্যাম বনগহন
বিরহিনী মেঘবালিকা
                  প্রণয়বার্তার উদীরণ ।।