তুমি যখন গগল্স চোখে ওভার স্মার্ট লুকে
দাড়াও এসে আমার পাশে মুক্তো হাসি মুখে,
আমি তখন ভোগতে থাকি বড়ই হীনমন্যতায়
সত্যিই বুজি ভালবাস তুমি আমায় !
নাকি তুমি গনতন্ত্রের রাজনীতির মতো
নির্বাচনের আগে শুধু উদার মনের মতো
অমায়িক মানুষ সেজে কুঁড়েঘরে রাত কাটিয়ে
চালাকবাজির ভোটের মাগন চালাও !
তুমি যখন মেকআপ মুখে রঙীন কেশ উড়িয়ে
বিগবাজাড়ে সামনের স্পেসে আইসক্রীম হাতে
আমার জন্য দাড়িয়ে থাকো আনমনে চেয়ে
তখনো আমি কিন্তু ভীষন দ্বিধাগ্রস্থ হই ;
কেননা আমার ঘরের মাটির মেঝে ভাঙা বিছানা
কয়েক বছর পরে পরে অনেক বেশী ভাল লাগে
দাদাদের এমন কথায় হই যে আমি আহ্লাদে আটখানা
তুমি কি সেই দাদাদের মতন করে ......!
নাকি বড়লোকের বিলাস বহুল গাড়ি ছেড়ে
আপণ খেয়ালে রাস্তার ভাড়া করা অটো চড়ে
বিলাসিতার চরম সুখের তত্ত্ব জানার বাসনায়
নিতান্তই খাম খেয়ালীপনা !
পাশে এসে বস যখন দামী সৌগন্ধ্য মেখে
আমি শুধু অবাক হই তোমায় দেখে,
কি এমন পেলে আমায় (!)
এমন পাগল করা ভালবাসায়
কাছে পেতে যাও আমাকে !
শ্রেনীদ্বন্দ্ব ভুলে গিয়ে আকাশ পাতাল ফারাক নিয়ে
আমাতে মন দিয়ে , দিব্যি তোমি বেঁচে আছ তোমার জগৎ নিয়ে,
আমি শুধুই বেঁচে থাকি তোমায় দেখে দেখে
তোমাকে কাছে পাওয়ার গর্ব নিয়ে উৎফল্ল চিত্তে ।