আকাশের ঐ কোঁদাল কাটা মেঘের সাজ দেখে
তোমার বুক ভরা ক্ষতের অনুভূতির পরশ মেখে
ক্যানভাসে তুলির আঁচর বসাতে গিয়ে আমি ভিজে কাক,
হঠাৎ বৃষ্টির আবেশে আকাশের মেঘ গলে
সদ্য জমা বারিধরে আমার সলিল সমাধি,
ভরা বর্ষার মৌবনে ফাগুনের আগুন পলাশ
লুটায় কাঁদামাটিতে, বসন্তের ঝোপ্ রাঙা
কোকিল ডাকে ভাঙ্গা সুরে, দিগন্তের
সিঁদুর রং মৃত্যুপথযাত্রীর অন্তিম দৃষ্টির উপমার
কলুষ মেখে আমাকে ফেরৎ পাঠায়
আমাজনের জঙ্গলে, সভ্যতার নীহারিকার
বিভ্রান্ত ঠেকাতে, আদিম জনগোষ্ঠির দঙ্গলে,
যেখানে ভালবাসতে দামী পোষাক, মোটর বাইক,
ভারী পকেট নিতান্ত নগন্য, পাতার আভরনে
লজ্জ্বা ঢেকে, খোলা বুকের হাওয়ায় দোলা লোমশ
জমিন যথেষ্ট । তুমিও আসতে পার মেঘের সাথে ভেসে
আমার ঐ প্রাগৈতিহাসিক বিবস্ত্র সভ্যতার শিখরে ,
যেখানে প্রেম উন্মগ্ন তথাকথিত দেহ, বিত্ত, বৈভবের
গভীর সমূদ্র  সৈকতে ।