ছন্দ নীরে বসত করে শব্দ গুলে খেয়ে
অক্ষর বিন্যাস কারুকাজ দৈনিক শিখে
মত্ত থেকে বিষয় ভাবনায় পৃথ্বী ভুলে
কাব্যের জঠর বেয়ে রক্ত নদী পেরিয়ে
একটি কবিতার প্রসব দিতে......
লাখো লাখো প্রহরকে অন্তরীণ রেখে
আবির্ভাবের অশালীন অপেক্ষাতে
আকাশ বাতাস নদী সাগর সাক্ষী রেখে
জাত কূল মান বিষর্জনের চুক্তি করে
একটি কবিতার প্রসব দিতে......
সন্ত্রাসী সন্ন্যাসীকে একাসনে ঠাঁই দিয়ে
দেশ বিদেশের ভূগোল বিজ্ঞান ছাড়িয়ে
স্বপ্ন আর বাস্তবের শেকড় বেয়ে আচ্ছন্নে
জৈব যৌবন দেহাঙ্গকে ক্যানভাসে রেখে
একটি কবিতার প্রসব দিতে......
বিলীন প্রতিনিয়ত পার্থিব পরাজয়ে
আমি জয় খুঁজে ক্লান্ত জয়ের বাহুডোরে
আমার আপোষহীন লড়াই অবিশ্রান্ত
একটি কবিতার প্রসব দিতে......