রাম বিহারী সাগর পাড়ে
           ঝিনুক কুড়ায় হাত ভরে
সকাল বিকেল সন্ধ্যা সাঁজে
           মুক্তা'র খুঁজে রাত গভীরে
শৈশব কৈশোর যৌবনান্তে
           বয়েস এখন শেষ প্রান্তে
পায়না সাধের মণি মুক্তা
           পেশার নেশা সবই বৃথা
লোনা জলে লোনা হাওয়ায়
            ক্ষয়িষ্ণু চাওয়া পাওয়ায়
ভোর গোধুলীর লাল সুর্য্য
            একাকার সব সাহচর্য
রাম বিহারী তবুও আসে
            ঢেউ জলে বুদবুদ ভাসে
জোয়ার ভাটার ছন্দে তালে
           মুক্তা হাসে জলে জলে ।।