বাইড়ের মেঘলা আকাশ চন্দ্রালোকে বেশ মোহময়
চাঁদে মেঘে লুকোচুরি খেলা
মেঘে মেঘে দৌড়াদোড়ি
ধরার বুকে খোলা মাঠে
ছায়াদের ছুটাছুটি.........
দেখে এসেছি অথচ ;
এই যে এই ঘরের ভেতর
হালকা নীল আলোর ফোঁয়ারায়
অপ্রবল শব্দের সেঁতার বাধনে
মহুয়ার মদ নেশায় নিমজ্জিত হয়ে
নিজেকে সপে দিয়েছি দিনান্তে...
সে কেন জান ?
শিল্পের খোঁজ করি আমি ,
শিল্প হারিয়ে যাচ্ছে ক্রমশঃ
মানবতার সরণি ধরে হেঁটে যায় যে মিছিল
সেখানটায় প্রানের স্পন্দন নিয়ত নিস্তব্দ,
কথাশিল্পরা আজকাল হারাচ্ছে
রাজনীতির পরাকাষ্ঠায়...।
বরঞ্চ এখনো এখানেই বেশ মাদকীয়তা
খোঁজে পাওয়া যায় ,
ঘরের ভেতরটা আরও পরিপাটি হঊক
কেননা এখানেই সবকিছু গুলে যায়...
রাজনীতি হিংসা সন্ত্রাস দৈন্যতা ।