যে ছেলেটা আজ মায়ের কোলে নিশ্চিন্তে নিভৃতে
স্তনের বোঁটা মুখে রেখে খেলছে আপণ চিত্তে,
যে মেয়েটা ওয়া ওওয়া কাঁদছে সোহাগ পেতে
খেলনা মুখে অবাক চোখে বাড়ছে পৃথিবীতে,
ওরা সব্বাই একদিন সমাজ সংসার বুকে
হাল ধরবে পাল তুলবে বাঁচবে উৎসুকে,
ওরাই দেশ গড়বে মোদের স্বাধীন সায়াহ্নে
বলবে কথা রাখবে মান বাড়বে ধনে জনে,
কোমল ওদের বাঁচতে দাও নির্ম্মল সুবাসে
বিমল চেতন জাগুক ওদের চলন সুবেশে,
ঘর থেকে যার চলা শুরু ঘরেই পাঠশালা
ঘর যেন হয় ওদের কাছে পবিত্র উজালা ,
দেব তুল্য রূপ যেন পায় মা বাবা পরিজন
পরিবেশ প্রতিবেশী যেন হয় বিদ্বান সুজন,
আকাশ যেন মুক্ত থাকে নিষ্কলুষ অপার
বাতাস যেন শুদ্ধ সতেজ রাখে চারিধার,
তবেইনা সেই ছেলেটা হবে দেশের প্রান
সেই মেয়েটা কর্ম নিষ্ঠায় জীবন দেবে দান ।
হিংসা ঘৃনা পাপ মুছে দুঃখ দৈন্যতা ভুলিয়ে
হানাহানি রাহাজানি সন্ত্রাস বিবাদ ছাড়িয়ে,
সবুজ শ্যামল দেশের বুকে অবুজ কোমল
বাড়বে সঠিক ভরবে প্রান রইবেনা দুর্বল ।