তুমি কি দেখেছ আগ্নেয়গিরি (!)
     শুয়ে থাকে কেমন অগ্নিলাভা বুকে নিয়ে,
     নীরব নিথর জড় জগদ্দলের মত ।
     পার্থিব জলবায়ূ কালক্রমে ঢেকে দেয় পিঠ
     সবুজ শ্যামল শ্যাওলা দিয়ে ।
     জমে জমে একদিন সুপ্ত হয়ে লুপ্ত হতে চায়
     অথচ বুকে তার জমে থাকা লাভা'রা
     জেগে থাকে চিরকাল...
     তোমার অধর স্পর্শের স্মৃতি গুলোর মত ;
     হাজার কোটি ঘন্টা সেকেন্ডের ব্যস্ততার
     ধুমকেতুগুলো উল্কাবেগের ক্ষিপ্রতায়
     ঝরে যেতে যেতে মনে করে দেয়
     তোমার ঊষ্ণ নিঃশ্বাসের রোমাঞ্চিত শীৎকার ।
     আমি বেঁচে আছি,
     ধরিত্রীর স্থৈর্য তৈতিক্ষে,
     মনে রেখো বুকে জমে আছে লাভা
     জেগে উঠবে যে কোন দিন...
     তোমার পৃথিবীর এপার ওপার ভাসিয়ে দিতে
     ভালবাসা পেতে, অবজ্ঞার ধ্বংসস্তুপে ।