বউটা ছিল মিষ্টি অতি শান্ত শিষ্ট বুদ্ধিমতী
স্বামী দেবর জা শাশুরী ননদিনির সোহাগী,
প্রথম কদিন রূপ মোহে কাটল দিন বেশ
সন যেতেই আদর স্নেহে মিটল যেন রেশ,
অর্দ্ধাঙ্গিনীর অর্দ্ধদেহ রাখল সুস্থ্য অক্ষত
সে দেহেতেই নিয়ত গার্হস্থ্য হিংসা অসংযত,
মোটর সাইকেল চায় স্বামী শাশুরীর টিভি
ননদ জা দেবর মিলে নিত্য চালায় হুজ্জুতি,
নির্যাতিতা নিপীরিতা নীরবেই সয় যাতনা
পিতৃকূলের দারিদ্রতা দেয়না তাকে সান্তনা,
আবেগ মোহে কাঁচা বয়েস অপরিনামদর্শী
জাত কূল মান হারিয়ে আজ কাঁদে দিবানিশি,
মৌবনের নিতি আগুন রাতের নেশার ঘোরে
মিষ্টি বধুর আত্মাহুতিতে অকালে প্রান ঝরে ।।